
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। খেলা উপলক্ষ্যে হিলিসহ আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে ৮টি ‘তান্ত্রিক’ দল অংশ নিতে আসে ‘গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা’ প্রতিযোগিতায়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে এ খেলা।
খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতা রূপী তুলারাশির ১২ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের ‘মন্ত্রের’ মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।
এ জন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, সাপ,লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনা ভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি,হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।
এ খেলা উপভোগ করতে কন্দর্পপুর মাদ্রাসা মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা সন্ধ্যায় কামদিয়ার ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী দলকে খাসি ও রানার্সআপ তিনটি দলকে হাস পুরস্কার দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই পুরস্কৃত করা হয়।
তন্ত্রমন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন। পুরুষের পাশাপাশি নারীরাও এ খেলা বেশ উপভোগ করেন এ খেলা দেখতে হাজারো নারী-পুরুষ মাঠে উপস্থিত হয়।
খেলার আয়োজক কামরুজ্জামান শুভ বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।
বিবার্তা/রব্বানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]