
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও মো. আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনরায় জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত আটটার দিকে নির্বাচনের প্রধান কমিশনার অ্যডভোকেট অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আনিছুর রহমান পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মুহাম্মদ রোকনুজ জামান ৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে আব্দুল হাকিম খান রিপন ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আব্দুস সাত্তার ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক পদে বিপ্লব কুমার রায় ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ আলী মৃধা (বাটু) ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের অন্য বিজয়ীরা হলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুজন বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে কাইয়ুম হোসেন,মো. মোশারফ হোসে , মাহবুবুর রহমান, মোহাম্মদ মাসুদুর রশিদ ও মো. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন।এছাড়াও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. আরব আলী বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে ২২৫ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]