
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার ত্রাস ইমদাদুল হক ওরফে ইন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) রাতেচাঁদাবাজি, মারামারি, বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ একাধিক মামলায় তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সে চাঁচকৈড় মধ্যমপাড়া ৭নং ওয়ার্ডের ইব্রাহিম প্রামাণিকের জেষ্ঠপুত্র।
বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলার বাদী মধ্যমপাড়া মহল্লার মকবুল মৃধার স্ত্রী আসমা বেগম বলেন, আমার স্বামী ইন্দার ফুফাত ভাই। ইন্দার অন্যায় কর্মকান্ডে সম্পৃক্ত না হওয়ায় তাদের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। মারধর করে উল্টো মামলাও করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ নারী-পুরুষ অনেক মানুষ ইন্দার মারপিটের শিকার হয়েছে। দেশীয় অস্ত্রসহ এলাকায় মিছিল করে লোকজনের বাড়িতে হামলা, মারধর এবং চাঁদাবাজি করত সে। তাকে গ্রেফতারে স্থানীয়দের মনে কিছুটা স্বস্তি ফিরেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, ইন্দাকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ ৪টি মামলা তদন্তাধীন রয়েছে।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]