বিজয়নগরে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিল রানু ফাউন্ডেশন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১৮
বিজয়নগরে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিল রানু ফাউন্ডেশন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন শতাধিক দুস্থ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন রানু ফাউন্ডেশন।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া আঃ রহিম মাস্টার সরকার সাহেবের বাড়িতে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


প্রায় ৩ শতাধিক রোগী এই ফ্রি ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। তারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, এক সপ্তাহের ওষুধ ও পুষ্টিকর খাদ্যপণ্য বিনামূল্যে পেয়েছেন।


রানু ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তৌকিতুল আলম সরকার (চয়ন)।


ফ্রি ক্যাম্পে ইয়াকুব আলি সরকারের সভাপতিত্বে ও পাভেল সরকারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মানিক সরকার, শফিক সরকার, মোশাররফ সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


মূলত দরিদ্র রোগীদের সেবা দেওয়া হয়েছে। যারা ডাক্তারের ভিজিট দিয়ে চিকিৎসা নিতে পারেন না। আগামীতেও এমন সেবা অব্যাহত থাকবে।


আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্যে রানু ফাউন্ডেশনকে অনুরোধ করছেন।


এ হেলথ ক্যাম্পে রোগীর অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেন জানান এবং ফ্রি হেলথ ক্যাম্প শুরু করার আগে সবার জন্য দোয়া করা হয়।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com