
ফেনীর সোনাগাজীতে অপু চন্দ্র কুরি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ঝর্ণা বড়ুয়ার বাড়ির পাশে কাঁঠাল বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বিষ্ণুপুর গ্রামের জেলেপাড়ার মনা মেম্বার বাড়ির কান্তি লাল দাসের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কাঁঠাল গাছের সাথে একটি ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অপুর সাথে কারো বিরোধ নেই, কারা কেন এভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে তদন্ত করে বের করা উচিত।
সমাজপতি ডা. শান্তি বাবু বলেন, লাশের মাথা গাছে বাঁধা ছিল, তবে পা হাঁটু পর্যন্ত মাটিতে ছিল। এই মৃত্যু রহস্যজনক।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]