
বগুড়ার নন্দীগ্রামে জেলা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ভাগবজর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত অানুমানিক ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]