ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫১
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ করিমপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতা আকবরের উপর হামলার প্রতিবাদে বুধবার (২৯ জানুয়ারি) দাগনভুুঞা ও সোনাগাজীতে বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ।


জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন উপস্থিত হলে স্বদলীয় একটি গ্রুপ এ অতর্কিত হামলা করলে ঘটনার সূত্রপাত হয়। তবে এ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।


এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন রাতে সংবাদ সম্মেলন করে বলেন, দাগনভূঞার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কাজী সাইফুর রহমান ফটিক আইনশৃঙ্খলার অবনতি, বিএনপির ইমেজ ভূলুণ্ঠিত করাসহ অশুভ শক্তির প্ররোচনায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিএনপির এই অনুষ্ঠানকে পণ্ড করার জন্য আমার নেতাকর্মীদের ওপর হামলা ও বাধাগ্রস্ত করে।


তিনি অভিযোগ করে বলেন, দলীয় আদর্শবিরোধী গ্রুপের জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী সাইফুর রহমান ফটিকের নেতৃত্বে হামলা করা হয়। এতে আহতরা হলেন আলা উদ্দিন আলো, নুরুল হক সোহেল, মোহাম্মদ সাঈদ, মোশাররফ, শাহিন, রুবেল, নিজাম মেম্বার, আলমসহ ১৮-১৯ জন। এ সময় ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে বলে দাবি করেন তিনি।


এ ব্যাপারে জেলা যুবদলের সহসভাপতি কাজী সাইফুর রহমান ফটিক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু পাল্টা অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্যাতনকারী আওয়ামী ক্যাডার দিয়ে কম্বল বিতরণের আয়োজন করে। তাতে নির্যাতিতরা প্রতিবাদ করলে আকবর গ্রুপ আক্রমণ করে ত্যাগী ও নির্যাতিতদের বেদম মারধর করে। এতে যুবদল নেতা মো. রিপনসহ কয়েকজন আহত হন।


এদিকে, বিএনপি নেতা আকবরের উপর হামলার প্রতিবাদে বুধবার দাগনভুুঞা ও সোনাগাজীতে বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।


এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com