
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে রয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের জন্য প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের মোবাইল ফোনে কয়েকবার ফোন দেয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]