
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ১০০ জন প্রবীণ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ ও গবেষণা সংস্থা, চট্টগ্রাম এবং প্রবীণ ও হিতৈষী সংঘের সহযোগিতায় সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়াস্থ ইসলামিয়া এতিমখানা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এর মধ্যে অস্বচ্ছল ৬০জন প্রবীণ ও ৪০জন প্রতিবন্ধী পায় এ কম্বল ও শীতের টুপি।
বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণে জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকা’র অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ বিশেষ অতিথি ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী বাংলাদেশ’র উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আইয়ুবুল ইসলাম, এতিমখানার শিক্ষক আক্তার মিয়া, শফিউল আলম ও জাকির হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে আলীকদম ইসলামিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন, এলাকায় অস্বচ্ছল প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অত্যন্ত প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। তায় এ ধরণের কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]