শিরোনাম
রাজশাহীতে তিন দিনের ইজতেমা শেষ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৭:১১
রাজশাহীতে তিন দিনের ইজতেমা শেষ
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।


শনিবার বেলা ১১টা ২০ মিনিটে আখেরী মোনাজাত শুরু হয়ে থেকে ১১টা ৫৫ মিনিট শেষ হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলীগ জামায়াতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ।


ইজতেমায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়া ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের ওই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানানো হয়।


আখেরী মোনাজাতে অংশ নিতে রাজশাহী মহানগরী ছাড়াও দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা ১১টার আগেই ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ইজতেমার আখেরী মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ইজতেমা ময়দানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। মূল গেটে চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে স্থাপন করা পুলিশ কন্ট্রোল রুম থেকে ছয়টি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ২০০টি তাবলীগ জামায়ত অংশগ্রহণ করে।


বিবার্তা/রিমন/পলাশ/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com