
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পৃথক ৩টি হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মতিকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পৃথক ২টি হত্যা মামলায় মতিকে ১৪ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। আদালতে শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর ও সিদ্ধিরগঞ্জের পৃথক ৩টি মামলায় মতিউর রহমান মতিকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিমাইকাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা মামলায় আসামি স্বামী নুরুল আলম সবুজের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন জেলা ও দায়রা জজ আদালতর বিচারক আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ১৪মে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে মাদকাসক্ত স্বামী সবুজ। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]