
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৩ তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, পাউশগাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজা, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসেন, দিলজার রহমান, সুবীর চন্দ্র, সিদ্দিক হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, ইদ্রিস আলী, সুপার রোস্তম আলী, মোজাহার আলী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত ক্রমে এবারের শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় খেলা পরিচালনা করার জন্য উপ কমিটি, পুরস্কার ক্রয়ের কমিটি সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় এ্যাথলিক্সে যেসব শিক্ষার্থী বিজয়ী হবে তাদের কে তারুণ্যের উৎসবের পক্ষ একটি করে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]