কক্সবাজারে হাতির আক্রমণে শ্রমিক নিহত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৫
কক্সবাজারে হাতির আক্রমণে শ্রমিক নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে বন বিভাগের বাগান পরিষ্কার করে ফেরার পথে বন্যহাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক জন।


রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের খুটাখালী সংরক্ষিত বন এলাকার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নলফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি জানিয়েছেন।


নিহত আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস (৪৫) একই এলাকার আবুল হোছেনের ছেলে। অন্য শ্রমিকদের সঙ্গে তারা দু’জনও বাগান পরিষ্কারের কাজ করতে গিয়েছিলেন।


ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা বাগান পরিষ্কার করতে যান। সঙ্গে বিটের কয়েকজন ফরেস্ট গার্ডও ছিলেন। কাজ শেষে সন্ধ্যার আগে শ্রমিকরা বাড়ি ফেরার পথে নলফাঁড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বনের ভেতরে ওঁৎ পেতে থাকা একটি বন্যহাতি প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছড়ে আহত করে। পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে।


চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মরদেহটি পরিবারে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতনদের কাছে আবেদনের উদ্যোগ চলছে বলে উল্লেখ করেন তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com