রাজবাড়ীতে সাইকেল রোড শো অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩
রাজবাড়ীতে সাইকেল রোড শো অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষ্যে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে নিয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।


সাইকেল রোড শো’র উদ্বোধন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিস সুলতান আক্তার।


উদ্ধোধন শেষে সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপ, বৈষম্য বিরোধী শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক সাইক্লিস্টসদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


পরে র‌্যালিটি রাজবাড়ী শহরের পুলিশ সুপারের বাস ভবন সড়ক, ফরিদপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর জেলা পরিষদ মোড় ও নতুন বাজার পুলিশ লাইন্স মোড় ঘুরে একই স্থানে শেষ হয়।


উদ্ধোধন শেষে জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন, আজকের সাইকেল র‌্যালির মধ্য দিয়ে তরুণ সমাজ তাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নিজেদেরকে মাদকমুক্ত রাখবে। তাদের সহপাঠীদের এ ধরনের অভ্যাস থেকে দূরে থাকতে অনুপ্রাণিত জোগাবে।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com