
লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ৪০ বান্ডিল ঢেউটিন, নগদ ৫০ হাজার টাকা ও ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে 'ডাগেনহাম জামে মসজিদ ইউকে' সংগঠনের উদ্যোগে উপজেলার বামনি ইউনিয়নের খায়েরহাটে শতাধিক ব্যক্তির মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বামনি আল আরাফাহ দাখিল মাদরাসার অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাগেনহাম জামে মসজিদ সোসাইটির সেক্রেটারি জুনেদ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সানাওয়ার মিয়া শওকত, সমাজ সেবক মোহাম্মদ আবু কাউসার, আইনজীবী জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।
ডাগেনহাম জামে মসজিদ ইউকের শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রহিম বেগ বলেন, ডাগেনহাম মসজিদ সবার পাশে থাকে। আমরা দেশের বিভিন্ন স্থানে উপহার সামগ্রী হিসেবে শীতবস্ত্র, নগদ টাকা ও টিন বিতরণ করছি। আজ রায়পুরে বিতরণ করলাম। এর আগে চাঁদপুরের ফরিদগঞ্জে বিতরণ করেছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানের আয়োজক আমিন সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বরকত উল্যা পাটোয়ারী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষকে ৪০ বান্ডিল ঢেউটিন, ৫০ হাজার টাকা ও ১৫০ টি কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় মোতাহের হোসেন কম্বল, নগদ টাকা সহায়তা পেয়ে আপ্লুত হয়ে পরেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমি টিন, টাকা ও কম্বল পেয়েছি। আমার খুব উপকার হয়েছে।
বিবার্তা/সুমন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]