আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭
আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ধীরে ধীরে চলছে উৎপাদনের কাজ। ম‚লত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।


সার কারখানার সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ' টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেল বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর ইউরিয়া সার উৎপাদনে ফিরল কারখানাটি।


আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com