রেলের স্টেশনমাস্টারকে কুপিয়ে হোন্ডা ছিনতাই, গ্রেফতার ৩
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
রেলের স্টেশনমাস্টারকে কুপিয়ে হোন্ডা ছিনতাই, গ্রেফতার ৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেলওয়ে ফেনীর স্টেশনমাস্টারকে কুপিয়ে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


২৪ জানুয়ারি (শুক্রবার) সকালে তাদের কাছে থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।


জানা গেছে, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় সোনাগাজীর পর্যটনকেন্দ্র মুহুরী প্রজেক্টে সস্ত্রীক ঘুরতে যান রেলওয়ে ফেনীর স্টেশনমাস্টার ইমাম হোসেন।


রেগুলেটর সংলগ্ন নতুন ব্রিজের পূর্ব পাশে ঘুরতে গেলে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী শাহিন (৪৫), আশিক মিয়াজি (৩০), সুমন (৩২) ও মাইন উদ্দিন (৫৮) গ্যাংদের কবলে পড়েন। এ সময় স্টেশনমাস্টার ইমামকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার স্ত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। এমতাবস্থায় স্টেশনমাস্টার দ্রুত স্ত্রীকে নিয়ে দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন।


এ ঘটনায় পরদিন ওই চারজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী স্টেশনমাস্টার।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এজাহারনামীয় আসামি আশিক মিয়াজিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও মো: রনি নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্যেসহ বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অত্যাচারে পর্যটন এলাকায় পর্যটকদের আগমন কমে গেছে। এর আগে একইভাবে এক হিন্দু পর্যটকের টাকা-পয়সা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।


স্থানীয় এক ব্যবসায়ী জানান, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা শাহিন ও তার সহযোগী যুবদলকর্মী রনি, আশিক, সুমন এবং মাইনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রের ছিনতাই ও চাঁদাবাজির কারণে ইতোমধ্যে পর্যটকদের আগমন কমে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবি, এসব সন্ত্রাসী ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন্দ জানান, পর্যটন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com