মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:২২
মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২টি শিশু রয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।


তিনি বলেন, ‘টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘মানবপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তদন্ত চলমান।’


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com