
সাভারের আশুলিয়ার কবিরপুরে হৃদয় নামের এক যুবককে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে দুই হত্যাকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এস আই আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, গেল বছরের ২৮ ডিসেম্বর হৃদয় নামের এক যুবককে স্মার্ট মোবাইলে ফোনে ফ্রি ফায়ার গেম খেলার দ্বন্দ্বের জের ধরে আশুলিয়ার কবিরপুরের রেডিও অফিসের বাউন্ডারির ভিতরে হৃদয় নামের এক যুবককে নির্মম ভাবে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে দিয়ে রাখেন তারেই দুই বন্ধু আব্দুল আমিন ও আব্দুল লতিফ পাপ্পু। পরে দুই জানুয়ারি বিকেলে নিহতের লাশ মাটি চাপা অবস্থায় উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করে।
এঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে হত্যাকারী আব্দুল আমিনকে কুমিল্লা জেলার বুড়িচং থানার আবিদপুর গ্রামের আব্দুল হোসেনের বাড়ি ও গাজীপুরের কাশিমপুর থেকে আব্দুল লতিফ পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামি হত্যাকাণ্ডের কথা শিকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। এঘটনায় নিহতের মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে সকালে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]