ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।


সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।


ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারী কর্মীদের সুপার ভাইজার,খেলন রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারি ২০০৮ বা তারা পূর্বে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা- ইংরেজি কপি, পিতা- মাতার এনআইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এক কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।


এদিকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা।


নতুন ভোটার হওয়া রিপন মিয়া জানান, এই তালিকায় অন্ত:ভুক্তির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগসহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবেন। এতে অনেক খুশি তিনি।


চারু দেবনাথ বলেন, সদ্য বিয়ের পর তার পুত্রবধূ এনআইডিসহ ভোটার তালিকায় অন্ত:ভুক্ত হয়েছেন। এতে খুশি তার পরিবার।


ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহকারী কর্মী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০ জন সহকারী শিক্ষকগণ দায়িত্ব পালন করছেন।


আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এ কার্যক্রম চলবে।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com