
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে ফেনীর নিজকালিকাপুর এলাকা থেকে ইলমা (২৬) নামে এক আফ্রিকান নাগরিককে আটক করেছে বিজিবি।
২০ জানুয়ারি, সোমবার সকালে তাকে আটক করা হয়।
তিনি আফ্রিকার সুদান কাটাম বারি হাউজ ১০৪, কান্টি এলাকার আবদাল রাহিমের মেয়ে।
জানা গেছে, সোমবার সকালে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান নাগরিক ইলমাকে আটক করে।
আটককৃত ইলমার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল, একশ ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি এবং ব্যবহৃত দুটি ব্যাগ উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ধৃত ইলমাকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করে উদ্ধারকৃত মালামালসহ পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
এর আগেও পরশুরামের ঐ এলাকা হতে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]