করটিয়ায় ফাউন্ডেশনের অভিষেক: শীতার্তদের পাশে উদ্যমী তরুণরা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৪
করটিয়ায় ফাউন্ডেশনের অভিষেক: শীতার্তদের পাশে উদ্যমী তরুণরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলার করটিয়ায় ২০২৪-২৭ মেয়াদের জন্য "করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন"-এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের এ উদ্যোগ দুস্থ ও এতিমদের শীতকালীন সহায়তায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


১৮ জানুয়ারি (শনিবার) বিকেলে করটিয়ার বোরহানুল উলুম হায়দার আলী মফিজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক ছাইফুল্লাহ কাতেয়ীর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, ব্যবসায়ী জিন্নাহ মিয়া, এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এবং করটিয়া সা'দত বাজার কল্যাণ সমিতির সভাপতি মো. ইউসুফ আলী।


ফাউন্ডেশনের সভাপতি মো. কবির হোসেন, সহসভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনসহ অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের অংশ হিসেবে ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।


প্রসঙ্গত, ২০২৪ সালে এলাকার মানবহিতৈষী তরুণরা একত্র হয়ে করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মো. কবির হোসেন, মো. আলী হোসেন, মো. রনি খান, নাসিরউদ্দিন, এবং মোহাম্মদ মাহমুদুল হাসানসহ আরও অনেক শুভাকাঙ্ক্ষীর উদ্যোগে ফাউন্ডেশনটি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা। ২০২৪-২৭ মেয়াদে নবগঠিত কার্যনির্বাহী কমিটি এ লক্ষ্যে আরও নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে।


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com