
ফেনীর সোনাগাজী উপজেলার বন্যাদুর্গত নবাবপুরের ৪টি বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি, শনিবার সকালে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জানা গেছে, ইউনাইটেড আইগ্যাস কোম্পানির অর্থায়নে ও ডিজুস এসোসিয়েশনের পরিচালনায় শনিবার (১৮ জানুয়ারি) আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুলব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমিরাবাদ বি. সি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, শিক্ষায় বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ। শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ উপহার। চারটি স্কুলের শিক্ষার্থীদের জন্য ডিজুস এসোসিয়েশনের শিক্ষা উপকরণ বিতরনের আয়োজনটি প্রশংসিত উদ্যোগ।
ডিজুস এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক আরিফ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক বদরুল মিল্লাদ, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, নবাবপুর রয়েল ইনস্টিটিউটের শিক্ষক নাসির উদ্দিন, ইউনাইটেড আইগ্যাস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও শওকত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজুস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিজুসের সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং ৪টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]