
নড়াইলের সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বৃষ্টি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শোবার ঘরে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পান। পরে পুলিশ কে সংবাদ দিলে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়। ওই দিন বিকালে একমাত্র ছেলেকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। রাতে বাড়িতে ফিরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার স্বামী। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা বলতে পারে না ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় পাওয়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]