পাবনায় সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালিত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
পাবনায় সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে সকালে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান হয়। এরপর সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় সংক্ষিপ্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা: রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন প্রমুখ।


বিবার্তা/পলাশ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com