লামায় শ্যালকের মারধরে দুলাভাইয়ের মৃত্যু
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:২২
লামায় শ্যালকের মারধরে দুলাভাইয়ের মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামায় শ্যালকের মারধরে দুলা ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি উহ্লা মং মেম্বার পাড়ায়। মৃতের নাম ধুংচিং মং মার্মা (৪০)।


নিহত ধুংচিং মং মার্মা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়ার বাসিন্দা মৃত অংথোয়াই অং মার্মার ছেলে। কক্সবাজার
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। অভিযুক্ত মংচুইসা মার্মা (৩১) উহ্লা মং মেম্বার পাড়ার বাসিন্দা বামং মার্মার ছেলে।


শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মৃতের লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিশ্বস্ত সূত্র জানায়, ধুংচিং মং মার্মা ও মংচুইসা মার্মা সম্পর্কে শ্যালক দুলাভাই। গত মঙ্গলবার দুলাভাই রুপসীপাড়া ইউনিয়নের উহ্লা মং মেম্বার পাড়াস্থ দুর সম্পর্কীয় শ্যালকের কাছে পাওনা টাকা চাইতে যান। এ নিয়ে শ্যালক দুলা ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক মংচুইসা মার্মা ক্ষিপ্ত হয়ে দুলা ভাই ধুংচিং মং মার্মাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহতকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক ধুংচিং মং মার্মাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ধুংচিং মং মার্মা মারা যান। ধুংচিং মং মার্মার মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত মংচুইসা মার্মা পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।


এ বিষয়ে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মৃত ধুংচিং মং মার্মার লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।


তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/নুরুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com