লামায় যৌথ অভিযানে অপহৃত ৭ তামাক শ্রমিক উদ্ধার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
লামায় যৌথ অভিযানে অপহৃত ৭ তামাক শ্রমিক উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবশেষে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বমুখাল থেকে অপহৃত ৭ তামাক শ্রমিককে উদ্ধার করা হয়েছে।


অপহরণের পর টানা ২০ ঘন্টা অভিযান চালিয়ে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেরাইত্তা লেবুখাল থেকে তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।


উদ্ধারকৃতরা হলেন, খামারের মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।


তারা সবাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। বমু খাল এলাকায় মো. রফিক ও মো. আমিনের খামার বাড়িতে তামাক ক্ষেতে শ্রমিকের কাজ করতেন।


সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গজালিয়া ইউনিয়নের বমুখাল নামকস্থান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা তিনটি খামার বাড়িতে হানা দিয়ে ৭ জন তামাক চাষে নিয়োজিত শ্রমিককে তুলে নিয়ে যান। পরে খামার মালিক মো. রফিকের মোবাইল ফোনে অপহৃতদের স্বজনদের কাছে মুক্তিপণও দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সৈয়দ ও পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে যৌথ একটি টিম উদ্ধার অভিযানে নামেন। অভিযানে টিকতে না পেরে একপর্যায়ে বুধবার দিবাগত রাত ৮টার দিকে সরই ইউনিয়নের মেরাইত্তা লেবুখাল এলাকায় অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।


এ বিষয়ে অপহৃত তামাক খামার মালিক মো. আল আমিন জানান, সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা প্রথমে ৯ জনকে তুলে নিয়ে গেলেও কিছুদূর গিয়ে দুজনকে মারধর করে ছেড়ে দেন। বাকি ৭ জনকে চোখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে যায়। সেখান থেকে সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে খামার মালিক রফিকের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জেএসএস এর সদস্য বলে দাবি করেন বলেও জানান অপহৃতরা।


অপহৃত ৭ তামাক শ্রমিককে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীরা টিকতে না পেরে অপহৃতদের ছেড়ে পালিয়ে যায়। উদ্ধার তামাক শ্রমিকদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com