
বর্ধিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫% ও সম্পূরক শুল্ক ১০% প্রত্যাহারের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৪ ঘন্টার মধ্যে এ বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।
মানববন্ধনে ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুর নবী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুুহাম্মদ শাহজাদার সঞ্চালনায় বক্তব্য দেন মাস্টার হোটেলের মিজানৃুর রহমান, ইত্যাদি হোটেলের হারুন অর রশিদ, নাহার চাইনিজের আনিছুর রহমান, চাইনিজ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমন উল হক প্রমূখ।
বক্তারা বলেন, সরকারের বৃদ্ধি করা ভ্যাট ১৫% ও সম্পূরক শুল্ক ১০%, মোট ২৫% বাড়তি কর কোনভাবে গ্রাহকের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। হোটেল- রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র ব্যবসায়ীরা এ অযৌক্তিক, অন্যায়, গরিব ও ভোক্তা মারার বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে এ বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করা হলে হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে ৩০ লক্ষ শ্রমিক নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন বক্তারা।
মানববন্ধনে ফেনী শহরের ৪৫ টি রেস্তোরাঁর মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি দেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]