
গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতার। জানুয়ারি ২০২৫ এর সম্ভাব্য ভ্রমণ ও পরিদর্শন কর্মসূচির আওতায় তিনি এ পরিদর্শন করেন।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় মাটিকাটা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
এসময় গোদাগাড়ী উপজেলার সম্ভাব্য ভ্রমণ ও পরিদর্শনসূচি হিসেবে কমিউনিটি ক্লিনিক দর্শন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় দর্শন,মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন, মাটিকাটা উচ্চ বিদ্যালয় দর্শন,মাটিকাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন, বড়গাছি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ইনোভেশন কার্যক্রম দর্শন,আমার বাড়ি আমার খামার (বিলুপ্ত) বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্প দর্শন, ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন, উন্নয়ন প্রকল্প দর্শন, উপজেলা শিক্ষা অফিস দর্শন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় দর্শনসহ উপজেলা ভূমি অফিস দর্শন করেন।
দর্শন শেষে তিনি রাজশাহী জেলার উদ্দেশ্যে গোদাগাড়ী উপজেলা ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম সহ আরও অনেকে। হায়াত, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিনসহ আরও অনেকে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]