
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার গাড়ির নিচে চাপা পড়ে মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাকচালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন।
নিহতের স্বজন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় ট্রাকে করে ময়লা ফেলতে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আল-আমিন। ট্রাক থেকে ময়লা অপসারণ করার সময় চালক ট্রাকটি পেছনে নেয়ার সময় চাপা পড়েন আল-আমিন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নায়েব আলী নামের পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী জানান, সকালে সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়াতে যান। সেখানে ট্রাক থেকে ময়লা নামানোর জন্য ট্রাকটি যখন পেছনের দিকে নিচ্ছিল, তখন আলামিনের পা চাকার নিচে পড়ে যায়।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের পাঁচটি সন্তান আছে। তারা কীভাবে কী করবে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, তারা যেন আমার ভাইয়ের পরিবারকে সহযোগিতা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ মর্গে রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]