
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো. ইসমাইল মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইসমাইল মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মৃত মো. চাঁন মিয়ার ছেলে।
সরাইল অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]