
নাটোরের সিংড়ায় অবৈধ নকল মূর্তি, মাদক ব্যবসার মাধ্যমে হয়রানি, প্রতারনা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে পিপুলশন গ্রামের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ।
১৩ জানুয়ারি, সোমবার দুপুর ৩টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কৃষক ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, শিক্ষক আবুবক্কর, কৃষক হাফিজুর রহমান মাসুদ আলী, মাস্টার বুলবুল হোসেন, নিতেশ কুমার, নাজিম উদ্দীনসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, পিপুলশন, দড়িপাড়া গ্রামে অবৈধ নকল মূর্তি ব্যবসা, ইয়াবা, মাদক ব্যবসা, সরকারি রাস্তা দখল ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, এই নকল মূর্তি ব্যবসা করে দেশের বিভিন্ন জায়গায় মানুষদের সাথে প্রতারণা করা হয়। এসব ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন গ্রামবাসী। মিথ্যা মামলার হয়রানি বন্ধের দাবিও জানান তারা।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]