রাণীনগরে যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৯
রাণীনগরে যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে আলমগীর হোসেন (৩৫) নামে এক সৌদি প্রবাসীকে মারধর করে বেঁধে রেখে দুই লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে।


এঘটনায় প্রবাসী আলমগীরের বাবা বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।


আহত আলমগীর বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলমগীর উপজেলার একডালা ইউনিয়নের বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে।


আলমগীরের বাবা মোজাহার আলী বলেন, ছেলে আলমগীর সৌদি আরবে থাকেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন তিনি। এর পর থেকে আলমগীরের শ্যালক উপজেলার নিলাম্বরপুর গ্রামের শাজাহান আলীসহ বেশ কয়েকজন প্রায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল ছেলের নিকট থেকে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একডালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চকারপুকুর গ্রামের ছোলাইমান আলীর ছেলে ইমরান হোসেনসহ বেশ কয়েকজন গত ৯ জানুয়ারি দুপুরে আমার বাড়িতে যায়। এরপর ছেলে আলমগীরকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে এলাকার করজগ্রাম শ্মশান ঘাটে রেখে পাঁচ লক্ষ টাকা চাঁদা আদায়ে মারধর করতে থাকে।


এসময় আমার ছেলে বিষয়টি মোবাইল ফোনে আমাদেরকে জানালে আমরা দুই লক্ষ টাকা নিয়ে তাদেরকে দিয়ে ছেলেকে ছেড়ে নিয়ে আসি এবং সে সময় ৪টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। এরপর মারধরে অসুস্থ হয়ে পরলে ছেলেকে প্রথমে রাণীনগর এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় তিনি বাদী হয়ে এমরান হোসেন ও ছেলে আলমগীরের শ্যালক শাজাহানসহ ৫ জনকে এজাহারনামীয় এবং আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।


চাঁদাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার করে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন বলেন, আলমগীর হোসেন ও তার শ্যালক শাজাহান সৌদি আরবে থাকা অবস্থায় শাজাহানের প্রায় ৩২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে আসে আলমগীর। এই বিষয়টি নিয়ে আমরা বসে ২৮ লক্ষ টাকায় শ্যালক-ভগ্নিপতির মধ্যে আপস করে দিয়েছি। সে সময় নগদ দুই লক্ষ টাকা শাজাহানকে দিয়েছে আলমগীর এবং বাকি টাকা আগামী ১৫দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে। এখানে চাঁদাবাজির কোন ঘটনা নেই। তারা মিথ্যে অভিযোগ তুলে মামলা করেছে।


আলমগীরের শ্যালক শাজাহান বলেন, সৌদিতে একসাথে ব্যবসা করার সময় আমার ভগ্নিপতি আলমগীর এক লক্ষ রিয়াল (যা বাংলাদেশে ৩২ লক্ষ টাকা) নিয়ে চলে আসে। এঘটনায় গত ১০ অক্টোবর আলমগীরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছি। এই লেনদেনের বিষয়ে ৯ জানুয়ারি বসে ২৮ লক্ষ টাকায় আপস করা হয়েছে এবং ওই সময়ে নগদ দুই লক্ষ টাকা আমাকে দিয়েছে আলমগীর। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে আলমগীরের বাবা মোজাহার আলী বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে এজাহারনামীয় ৫ জন এবং অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্তসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/সাহাজুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com