লামায় বন্যহাতির হামলায় ভেঙ্গেছে বসতঘর ও গৃহবধূর পা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
লামায় বন্যহাতির হামলায় ভেঙ্গেছে বসতঘর ও গৃহবধূর পা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বন্যহাতির হামলায় ফাতেমা বেগম (৪২) নামের এক গৃহবধূর পা ভেঙ্গে গেছে। এসময় হাতির দল ভাঙচুর করে ফাতেমা বেগমের বসতঘরও।


রবিবার (১২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি আন্দারী পাড়ায় ঘটনাটি ঘটে।


ফাতেমা বেগম আন্দারী পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের স্ত্রী। বর্তমানেও হাতিগুলো এলাকায় অবস্থান করায় হাতি আতঙ্কে আছেন স্থানীয়রা। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনা প্রকাশ পায়।


এলাকাবাসী সূত্র জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে হানা দিচ্ছে। এ ধারাবাহিকতায় রবিবার ভোর রাতে গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি আন্দারী গ্রামে নেমে পড়ে। পরে হাতিগুলো ধান চালের খোঁজে নুর আহমদের বসতঘর ঢুকে পড়ে। এ সময় ঘরে থাকা গৃহবধূ ফাতেমা বেগমের পা ভেঙ্গে যায়। পরে আহতকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহগাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন স্বজনেরা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ সদস্য মো. জামাল উদ্দিন বলেন, হাতিগুলো প্রথমে বাড়ির চারিদিকে ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মত দাঁড়িয়ে থাকে। আর ঘর ভাঙ্গা শুরু করে। পরে ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়ি ঘর পাহারা দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না। বর্তমানে হাতিগুলো ওই এলাকায় অবস্থান করছেন বলেও জানান তিনি।


এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, এ ঘটনায় তদন্ত করে ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com