
রাজবাড়ীর কালুখালীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু শেখ নামে এক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া উভয় পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
নিহত বাচ্চু শেখ গোল্ডেন লাইন পরিবহনের চালক ছিল। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানাযায় ,গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। অন্যদিকে হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল।
স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালি হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]