ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন সোনাগাজী উপজেলার পাইক পাড়া গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।
জানাগেছে, শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ঢেউটিন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ইমরান ট্রাকের নিচে চাপা পড়েন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, চট্টগ্রাম থেকে আসা ঢেউটিন বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা এক যুবক চাপা পড়েন। দমকলবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]