বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫১
বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুরের বেদে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।


শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধবপুরের নতুন বেদে পল্লীতে এই ঘটনা ঘটে।


প্রেমিকা পূর্ণিমা নতুন বেদে পল্লীর বলু মিয়ার মেয়ে ও প্রেমিক বাদল একই পল্লীর মৃত জামাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।


হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে প্রেম সংক্রান্ত কলহের জেরে পূর্ণিমা ও বাদল তাদের নিজ নিজ বসতঘরে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাদের পরিবারের লোকজন পূর্ণিমা ও বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসলে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি দেন।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুরের নতুন বেদে পল্লীর প্রেমিক যুগল বিষপান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে৷ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে৷ তারা একসঙ্গে বিষপান করলেও কি কারণে বিষপান করেছে তা অস্পষ্ট।


বিবার্তা/নিয়ামুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com