
রাজশাহীর পুঠিয়ায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইয়ুম পারভেজ, উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এমএম ইমতিয়াজ ও সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
১০ জানুয়ারি, শুক্রবার আদালতে আসামিদের সোপর্দ করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কান্দ্রা এলাকার মৃত ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্ট ভুক্ত আসামি রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত লোকমান আলী ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামি উপজেলা ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুল রশিদের ছেলে মিলন আলী।
বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, পুঠিয়া থানায় প্রাপ্ত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত উপরোল্লিখিত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সোহানুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]