
বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক চোরকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার কামুল্যা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে ওই গ্রামের জেল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী চুরি করে। গরুটি নিয়ে যাওয়ার সময় সকালে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে চোরাই গরুসহ তাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে চোরাই গরুসহ সজিব হোসেনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এঘটনায় থানায় গরু চুরির অপরাধে একটি মামলা হয়েছে। থানা পুলিশ আসামি সজিব হোসেনকে দুপুরে আদালতে প্রেরণ করেছে।
বিবার্তা/মনিরুজ্জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]