
বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ জানুয়ারি, বৃহস্পতিবার উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ছাত্রলীগের লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি নাথ ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ।
গ্রেফতার দুইজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।
জানা যায়, গত শনিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন, যা ভাইরাল হয়।
পরে এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন (মামলা নং- ৪, তারিখ-৯ জানুয়ারী’২৫)। মামলার সূত্র ধরে উপজেলা শহরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিও গ্রেফতার অভিযান অব্যহত আছে।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]