
ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে।
জানা গেছে, সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার গেরদা রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রেন। এসময় ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ২ জন মারা যান। মাইক্রোবাসটি মালিক নিজেই চালাচ্ছিলেন। এবং তিনিও মারা গেছেন বলে জানা গেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]