টাঙ্গাইল সদর এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
টাঙ্গাইল সদর এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঢালান বারেক পুলিশের বাড়ি হইতে আদিলের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্ন মানের খোয়া,বালু ব্যবহার ও রোলিং না করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে।


রাস্তায় এমন নিম্ন মানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছেনা। এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঢালান গোপালপুর গ্রামের বারেক পুলিশের বাড়ি হইতে আদিলের বাড়ি পর্যন্ত ছয়শ মিটার সড়ক নির্মাণের জন্য ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। জেলার কালিহাতী উপজেলার মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ কাজটি পান। পরবর্তীতে ইসলাম নামে এক ঠিকাদার ক্রয় করে কাজটি করছেন।


সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তা খননের পর শ্রমিক দিয়ে বালু ফেলছে ঠিকাদার,সেই বালুতে কোন প্রকার রোলিং না করেই নিম্নমানের খোয়া ফেলেছে। গতকাল রোববার অফিস থেকে রোলার মেশিন আসলেও বিভিন্নস্থানে খোয়ার স্তুব থাকায় রোলার মেশিনটি রোলিং না করেই ফিরে যায়।


স্থানীয় হাজী আব্দুল গনি, হাসমত আলী, চান মিঞাসহ অনেকেই বলেন,ঠিকাদার সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ও সড়কের সাইড ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী (এসও) মো. রফিকের সাথে আতাত করে নি¤œ মানের কাজ করে যাচ্ছে। তারা বলেন, ওই সড়কে মাটি খনন করে বালু ফেলবে,তারপর সেই বালু রোলিং করবে। তারপর সাইডে শ্রমিক দিয়ে ইট ভেঙে খোয়া তৈরী করে খোয়া ফেলবে। কিন্তু ঠিকাদার কোন প্রকার রোলিং না করেই বালু ফেলার পরপরই ভাটা থেকে ট্রাক দিয়ে নি¤œমানের খোয়া ফেলেছে। এভাবে রাস্তা করলে কয়দিন টিকবে। নামপ্রকাশে অন্চ্ছিুক এক ব্যক্তি জানায়, দেশে পরিবর্তনের কথা বললেও আসলেও কোন কিছুই পরিবর্তন হয়নি,শুধু খোলস পাল্টিয়েছে।


এ প্রসঙ্গে ঠিকাদার ইসলাম হোসেন মুঠোফোনে বলেন, আগে রোলিং না করলেও আজকালের মধ্যে রোলিং করা হবে।


সড়কে দায়িত্বরত সদর উপজেলার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, তিনি গতকাল রোববার সাইডে গিয়েছিলেন। রোলিং না করায় তিনি ঠিকাদারকে তাগিদ দিয়েছেন।


এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার প্রকৌশলী মো. জাকির হোসেন মুঠোফোনে বলেন, এলাকাবাসীর অভিযোগে তিনি ঘটনাস্থালে গিয়েছিলেন। রোলিং ব্যতিত যেন সড়ক নির্মাণ করা না হয় সে ব্যপারে ঠিকাদারকে বলেছেন। এছাড়াও নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয় জানালে তিনি বলেন, এটা আপনি জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com