
রাজধানীর গুলিস্তান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার পল্টন মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]