বুড়িচংয়ে
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরণ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২০
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরণ
শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।


৪ জানুয়ারি, শনিবার সকাল ১১ টায় সংগঠনের সভাপতি, জেলার সফল সংগঠক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ মো. মফিজুল ইসলাম, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আবুল বাশার, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম ও কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জামাল হোসেন।


গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহায়তায় ও প্রভাষক মাওলানা কাজী মো. আল ইমরান এর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. হোসেন, সাবেক মেম্বার মো. ফজলুর রহমান, মাওলানা মো. তাজুল ইসলাম ভূঁইয়া ,এডভোকেট মো. ওমর ফারুক, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, কুকাসের সভাপতি মো. মেহেদী হাসান দুলাল, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ডা. ফৌজিয়া রিজনা, মোসা. সেলিনা আক্তার, বাকশীমূল ইউনিয়ন যুবদল নেতা কাজী মো. মাহাবুব হোসেন।


সহযোগিতায় ছিলেন মো. রবিউল ইসলাম, মো. সুজন, মেহেদী হাসান, মো. রাসেল, জুনাইদ ইসলাম আসিফ, মো. মামুন, সাহিদুল ইসলাম আরিফ, শরীফুল ইসলাম, আছমা আক্তার।


অনুষ্ঠান শেষে আলোকিত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল ও খাবার বিতরণ করেছে।


বিবার্তা/আল মামুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com