
ফেনীতে এক বয়োবৃদ্ধ নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ফেনীর রানীরহাট এলাকা থেকে বয়োবৃদ্ধ এক নারী ও ছোট ফেনী নদীর সোনাগাজীর গোপালগাঁও অংশে এক ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরহেদ দুটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
জানাগেছে, শনিবার সকালে ফেনীর রানীর হাট দারোগা বাড়ীতে নিজঘর থেকে সামছুন্নাহার (৮৯) নামে এক বয়োবৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি আবদুল খালেকের স্ত্রী ও ছয় সন্তানের জননি।
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে শয়নকক্ষ ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাত দেখা যায়নি, তবে ঘরে জিনিসপত্র এলোমেলো দেখা গেছে। ময়নাতদন্তের পর হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু জানাযাবে।
অপরদিকে, এদিন সকাল ১১টার দিকে ছোট ফেনী নদীর সোনাগাজী উপজেলার গোপালগাঁও অংশে একটি ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মো. বায়েজিদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় এবং মৃত্যুর কারন জানা যায়নি।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]