জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৮
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর জেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে।


সোমবার (৩০ ডিসেম্বর) শেরপুরের মধুটিলা ইকোপার্ক রিসোর্টে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সভা শেষে প্রেস ক্লাবের ২০২৫ ইং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


নির্বাচনে বাংলাদেশ বেতার ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে নিউ নেশনের শাহ্ জামাল, দৈনিক যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, যায়যায়দিন ও আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ এখন টিভির জুয়েল রানা, দপ্তর বিষয়ক সম্পাদক মোহনা টিভি ও বিবার্তা জেলা প্রতিনিধি ওসমান হারুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।


শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান প্রধান নির্বাচন কমিশনার ও একই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট উক্ত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। এদিকে, জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সভাপতি পদে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল ও সাধারণ সম্পাদক পদে দিনকালের সাংবাদিক মুকুল রানা আগাম নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/ওসমান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com