
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে পনেরো বছর এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এদেশের মানুষ মুখ ফুটে কথা বলতে পারেনি। এদেশের মানুষের বাঁচার অধিকার ছিল না। এদেশের মানুষ আদালতে গিয়ে বিচার পেত না। কিন্তু আগামীর নতুন বাংলাদেশে বৈষম্য নয় সকলেই ন্যায়বিচার পাবে৷ সকল নাগরিক সুশিক্ষা পাবে, স্বাস্থ্য সেবা পাবে। নিরাপত্তা এবং মর্যাদার সাথে প্রতিটা নাগরিক বসবাস করতে পারবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার রানীরবন্দরে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি৷
এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, তাদের রক্তের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের জন্য আমরা গর্বিত, আমরা অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাদের ধারণ করি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগকে উদ্দেশ্য করে জামায়াতে আমির বলেন, যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। আমিও কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমি কিন্তু একটা কথা বলতে চাই। স্বৈরাচার পালিয়েছে অথচ তারা বলেছিলো আমরা পালাই না। যারা দেশকে ভালোবাসে তারা কখনও পালায় না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমীর রাশেদুল হকের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা, খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনিছুর রহমান ও সেক্রেটারি সামিউল ইসলামসহ চিরিরবন্দর ও খানসামা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ওলামা বিভাগ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ ও সুধীজন।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]