রাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার মাল ভস্মীভূত
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
রাণীনগরে আগুনে ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার মাল ভস্মীভূত
রাণীনগর,নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে নুরল ইসলাম (৫৯) নামে এক ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।


২৯ ডিসেম্বর, রবিবার রাতে উপজেলার রাতোয়াল বাজারে মেসার্স সরদার ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


ব্যবসায়ী নুরল ইসলাম ওই বাজারের আয়চান সরদারের ছেলে।


নুরল ইসলাম জানান, রবিবার সারাদিন তার নিজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে দোকান ও গুদাম ঘরে তালা দিয়ে বাসায় যান। এর পর রাত অনুমান পৌনে ১০টা নাগাদ হঠাৎ করেই বাজারের লোকজন দোকানে আগুন দেখে হৈ চৈ শুরু করে। এসময় দৌড়ে বাসার বাহিরে এসে দেখতে পান তার প্রতিষ্ঠানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়ে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্র করে। আগুনে দোকানের কিটনাশক মালামাল,গুদামের রাসায়নিক সার,ধানসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেন তিনি।


কেউ আগুন ধরে দিয়েছে কি-না বা কিভাবে আগুন ধরেছে তা বলতে পারেননি নুরল ইসলাম। এক্ষেত্রে সাধারণ ডায়েরিতেও আগুন ধরার কারণ অজ্ঞাত উল্লেখ করেছেন এই ব্যবসায়ী।


রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কিভাবে আগুন ধরেছে তার সঠিক কারন জানা না গেলেও বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী নুরল ইসলাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/সাহাজুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com