
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রচারিত সংবাদমাধ্যম ‘পৃথিবী সংবাদ’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
২৯ ডিসেম্বর, রবিবার সারাদিন ব্যাপী শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পৃথিবী সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হাবিবুল বারি হাবিব এর সভাপতিত্বে এবং দৈনিক দিনকালের সাংবাদিক মোমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মো. আরিফ উদ্দিন (ইতি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মো. দুরুল হোদা আনসারি ও এসএ টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক আহসান হাবিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবী সংবাদ সত্য প্রকাশের মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে এই সংবাদ মাধ্যমের পাশে থাকা সকলের উচিত।
অনুষ্ঠানে আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করা হয়।
বিবার্তা/লিটন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]