
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর, রবিবার দুপর ১২ টায় শুরু হয়ে সন্ধ্যা অবধি বিশ্বরোডস্থ মোড় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিসে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনর ভাইস চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংবাদিক অ্যাসোসিয়েশন এর সদস্য মুনির হোসন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন মহাসচিব জনাব শাহীন আকতার, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব জমশেদ আলী, যুগ্ম মহাসচিব ইমাম হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, সদস্য বুলবুল আহামেদ, বিপ্লব হাসান, মহিদুল ইসলাম ফরহাদ প্রতিনিধিরা। সবাই একমত পোষণ করলে গত ১ বছরের কাজের পর্যালোচনা করা হয় এবং আগামী বছর জেলা ব্যাপী সংগঠন শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করি। জেলাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ অ্যাসোসিয়েশন সকল প্রতিনিধিদের এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা ছাড়াও সকল সদস্য, সাংবাদিক, সম্পাদক, নির্বাহী সম্পাদক, জি এম ও মফস্বল সম্পাদকসহ সকল স্টাফদের সুস্থতা ও মঙ্গল কামনা করে ও সাংবাদিক অ্যাসোসিয়েশন বিভিন্ন সামজিক ও সেবামূলক কাজের মাধ্যমে জেলা ব্যাপী পরিচিতি লাভ করার ঘোষণা করা হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]